দুর্জয় সরকার জিৎ::
সুনামগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানাসহ একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। অভিযানের আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম সফিকুজ্জামান সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা করেন। এতে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম সফিকুজ্জামান।
পরে তিনি সুনামগঞ্জ শহরের বাজার এলাকায় অভিযানে বের হন। তিনি একটি পোল্ট্রি খাবারের দোকানে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে এন্টিবায়েটিকসহ প্রাণীর ওষুধ বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে শরবত বিক্রি করায় আরেকজনকে ১ হাজার টাকা জরিমানা করেন।