স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠ ইজারা নিয়ে সারা পৌর শহরের অলিগলি নিজের দাবি করে মাইকিং প্রচারণা করছেন। অস্থায়ী ইজারা নেওয়া সরকারি জুবিলী স্কুল মাঠের বাইরে গিয়ে পুরো শহরের অলিগলি নিজের ইজারাকৃত দাবি করে ক্রেতাদের হাসিল প্রদানের মাইকিং প্রচারণায় শহরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মাইকিং প্রচারণায় ওই ইজারাদার বাজারের বাইরে শহরের আনাচে-কানাচে গরু কিনার পর হাসিল না দিলে কোরবানিতে ইজারাদার শরিক থাকবেন ফতোয়া জারি করে রাতদিন প্রচারণা চালাচ্ছেন।
জানা গেছে শহরের আরপিন নগরের জসিম উদ্দিন দিলীপ নামের জনৈক ব্যক্তি বরাবরের মতো এবারও সুনামগঞ্জ শহরে অস্থায়ী পশুর হাটের ইজারা নেন। প্রশাসন এবছর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ কোরবানির বাজার হিসেবে ইজারা দেয়। কিন্তু কয়েকদনি ধরে ওই ইজারাদার বাজারের বাইরেও শহরের আশপাশে কোথাও গরু কেনাকাটা করলে তাকে হাসিল দেওয়ার প্রচারণা চালাচ্ছেন। হাসিল না দিলে তিনি কোরবানীতে শরিক থাকবেন বলেও ফতোয়া দিচ্ছেন।
এ বিষয়ে সুনামগঞ্জের তরুণ সংগঠক সালেহীন চৌধুরী শুভ বলেন, ইজারাদারের এটা ধৃষ্টতা। সরকার তাকে বাজার হিসেবে নিদিষ্ট এলাকা দিয়ে হাট স্থাপনের অনুমতি দিয়েছেন। পুরো শহর ইজারা দেওয়া হয়নি। তিনি হাটের বাইরে গরু কেনাকাটার উপর হাসিল দাবি করে মাইকিং প্রচারণা করেছেন তা করার অধিকার তার নেই। কারণ এটা কেবল প্রশাসন করতেই পারে। অবিলম্বে এমন ধৃষ্টতাপূর্ণ মাইকিং প্রচারণা বন্দে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জসিম উদ্দিন দিলীপের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।