হাওর ডেস্ক::
কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বিশ্বকাপের গ্রুপপর্বে শুরুতে ব্যাট করে ২২৯ রান করেছিল নেদারল্যান্ডস। ওয়ানডেতে এই স্কোরটা হয়তো মামুলি। কিন্তু বাংলাদেশের কাছে সেদিন সেটি হয়ে দাঁড়ায় পাহাড়সম। ১৪২ রান তুলতেই সব কটি উইকেট হারিয়ে বসে তারা।
ওয়ানডেতে ‘ছোট’ দলগুলোর বড় চমক দেখানোর সুযোগ কম থাকে, টি-টোয়েন্টিতে সেটা ঘটে প্রায়ই। স্থায়িত্ব কম বলে অনেক সময় এক ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়। সে হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ধারাভাষ্যকারের কথাটা যৌক্তিকই। টি-টোয়েন্টিতে সহযোগী নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। ক্রিকইনফোকে বিশপ বলেছেন, ‘আমরা দেখছি নতুন দলগুলো বিশ্বকাপে বড় দলকে হারিয়ে দিচ্ছে। সম্ভাব্যতার কথা বললে, আমি বলব নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দেবে।’
আরও পড়ুন: এবারের বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান সৌম্য
এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস ও বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেপাল। বাংলাদেশ ডাচদের মুখোমুখি হবে ১৩ জুন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে অসহায়ভাবে ধরা দেবার পর অবশ্য তৃতীয় ম্যাচটি জিততে সক্ষম হয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। এরপর ভারতের বিপক্ষে গা গরমের ম্যাচে আবার অসহায় আত্মসমর্পণ। ১৮২ রানের জবাবে ১২২ রানে অলআউট হয়ে যায় টাইগার বাহিনী। শুধু সাম্প্রতিক কেন, বেশ কয়েক বছর পেছনে ফিরে গেলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সুখস্মৃতি পাওয়া দুষ্কর।
আরও পড়ুন: অল্প রানের রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে রোমাঞ্চ
টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররাই আছে সবচেয়ে ঝুঁকিতে, মনে করেন বিশপ। তিনি বলেন, ‘ছোট দলগুলোর সামনে কোন দলটা সবচেয়ে বেশি ঝুঁকিতে? বাংলাদেশ। আমি নেপালের খেলা দেখতে চাই। ওদের সমর্থকরা দারুণ, দলেও অনেক মেধাবী আছে। হয়তো এই টুর্নামেন্টে হবে না, কিন্তু কয়েক বছরের মধ্যে ওরা ভালো একটা অবস্থানে থাকবে।’