হাওর ডেস্ক::
চারপাশের গুঞ্জন, গণমাধ্যমের খবর এবং অতীতের নানা ঘটনার ধারাবাহিকতায় সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও এবার চলে এলো। শৈশবের প্রিয় ক্লাব রেয়াল মাদ্রিদে নাম লেখালেন কিলিয়ান এমবাপ্পি।
চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা জয়ের উৎসব সেরে সোমবার রাতে এমবাপের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে রেয়াল। স্বদেশের ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে সান্তিয়াগো বের্নাবেউয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বকাপ জয়ী তারকা। চুক্তির মেয়াদ পাঁচ বছরের।
দুই বছর আগেও রেয়ালে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন ফরাসি তারকা। শেষ মুহূর্তে যদিও মন বদলে পিএসজির সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি করেন তিনি। এবারও তাকে ধরে রাখতে জোর চেষ্টা চালায় প্যারিসের ক্লাবটি; কিন্তু এবার আর তার মত বদলাতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা।
বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল, পিএসজি কর্তৃপক্ষকে এমবাপে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এরপর, গত মাসে তিনি নিজেই জানিয়ে দেন পিএসজিতে তার সাত বছর অধ্যায় শেষ হতে চলেছে।
তার সম্ভাব্য নতুন ঠিকানা যে রেয়াল হতে যাচ্ছে, তা নিয়ে ফুটবল মহলে বলা যায় কোনোরকম সংশয়ই ছিল না। বেশ আগে থেকে রেয়ালের অনেক খেলোয়াড়ও সেই সম্ভাবনার কথা বলে আসছিলেন। সেসবই এবার আনুষ্ঠানিক রূপ পেল।
ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা এমবাপে এরই মধ্যে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে উঠেছেন। দেশের হয়ে শিরোপা জিতেছেন তিনি আরেকটি, ২০২০-২১ উয়েফা নেশন্স লিগ।
আর ক্লাব ফুটবলে ঘরোয়া প্রতিযোগিতার সব ট্রফি তো তিনি জিতেছেন অসংখ্যবার। মোনাকায় একবার লিগ আঁ জিতে পাড়ি জমান পিএসজিতে। দলটির হয়ে সাত বছরের ক্যারিয়ারে ছয়বার লিগসহ পেয়েছেন আরও অনেক শিরোপার স্বাদ।
ব্যক্তিগত পারফরম্যান্সেও তিনি আলো ছড়িয়েছেন প্রতিনিয়ত, ধারাবাহিকভাবে। এবার দিয়ে টানা পাঁচবার পেয়েছেন ফ্রান্সের শীর্ষ লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার। ক্লাবটির ইতিহাসে এখন রেকর্ড গোলদাতাও তিনি।
কিন্তু একটা অপূর্ণতা রয়েই গেছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পাননি ২৫ বছর বয়সী তারকা। ইউরোপের সফলতম দলের হয়ে অনেক সাফল্যের মাঝে নিশ্চয় এই ট্রফিটি খুব বেশি করে পেতে চাইবেন কিলিয়ান এমবাপে।
এখনই অবশ্য বের্নাবেউয়ে যাচ্ছেন না এমবাপে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বর্তমানে জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। এই অভিযান শেষে নতুন ক্লাবে, নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেবেন এমবাপে।