হাওর ডেস্ক::
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে ( বাংলাদেশ সময় দুপুর ১টা পর্যন্ত) ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৮ আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট ২২৫ আসনে।
রাজ্যভিত্তিক ফলাফল
রাজ্য /এনডিএ/ /ইন্ডিয়া/ /অন্যান্য/ মোট::
উত্তরপ্রদেশ ৩৮ ৪১ ১ ৮০
পশ্চিমবঙ্গ ১২ ৩০ ০ ৪২
বিহার ৩১ ৯ ০ ৪০
তামিলনাড়ু ২ ৩৬ ১ ৩৯
মধ্যপ্রদেশ ২৯ ০ ০ ২৯
কর্ণাটক ২১ ৭ ০ ২৮
গুজরাট ২৫ ১ ০ ২৬
অন্ধ্রপ্রদেশ ২১ ০ ৪ ২৫
রাজস্থান ১৩ ১১ ১ ২৫
কেরালা ২ ১৭ ১ ২০
ভারতের লোকসভা নির্বাচনে চারশোর বেশি আসন জেতার টার্গেট নিয়ে লড়াই করেছে বিজেপি। গত ১ জুন শেষ দফার ভোটের পর বিভিন্ন বুথফেরত সমীক্ষা দেখিয়েছে, ফের ক্ষমতায় আসছেন মোদি। সমীক্ষাগুলো আসনের যে হিসাব-নিকাশ দিয়েছিল তা ভুল প্রমাণিত হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে ভোট গণনা শুরুর পর।
অধিকাংশ বুথফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) যে জয়জয়কারের কথা বলা হয়েছিল সেটা বাস্তবে না হওয়ার সম্ভাবনা জাগছে।