হাওর ডেস্ক::
পানামা বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক শাখায় দুই বন্দুকধারীর গুলিতে এক শিক্ষার্থী নিহত ও আরেকজন আহত হয়েছেন।
শুক্রবার এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক পেদ্রো সামানিগো বলেন, রাজধানী থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে বিশ্ববিদ্যালয়ের ভেরাগুয়াস আঞ্চলিক শাখায় অজ্ঞাত দুই বন্দুকধারী এই হামলা চালায়।
রয়টার্স জানিয়েছে, ঘটনার সময় তখন প্রথম বর্ষের একদল শিক্ষার্থী মাঠে একটি প্রকল্পে কাজ করার জন্য জড়ো হয়েছিলেন। সেখানেই লক্ষ্য করে গুলি করা হয়।
এক ভিডিও বার্তায় ভেরাগুয়াসের পুলিশ প্রধান হেক্টর দেলগাদো বলেন, “একটি গাড়ি এসে থামার পর দুইজন ব্যক্তি নেমে আসেন এবং ক্যাম্পাসে জড়ো লোকজনের ওপর গুল চালান।”
গুলিতে গুরুতর আহত আলভারো লিওনেস এবং আনেল টেরেরোস নামের দুই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। পরে লিওনেসের মৃত্যু হয়।
পানামা পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গুলির ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ এবং ক্লাস স্থগিত করা হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে।
নিহত লিওনেসের বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এডুয়ার্ডো ফ্লোরেস বলেন, “লিওনেস আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অসাধারণ সদস্য ছিলেন। তার মর্মান্তিক মৃত্যু আমাদের প্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতি।”