হাওর ডেস্ক::
সিরাজগঞ্জ শহরে পাজেরো গাড়ির ছাদ খুলে ভিডিও করার সময় সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজে (বড়পুল) এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। তিনি তার তিন বন্ধুর সঙ্গে শহরের এস.এস রোডের বাসিন্দা মোখলেছুর রহমানের বন্ধুর দাওয়াতে ভোরে সিরাজগঞ্জ বেড়াতে এসেছিল।
ওসি সিরাজুল জানান, পুরাতন ইলিয়ট সেতুর ওপর দিয়ে যাতে ভারী যানবাহন চলাচল করতে না পারে সে জন্য সেতুর দুই পাশের ওপরে লোহার পাইপ দিয়ে আটকে দেওয়া রয়েছে।
“সকালে রবিউল আজিম তনু একটি পাজেরো গাড়ির ছাদ খুলে ওই সেতুর ওপর দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত সেতুর ওপর স্থাপন করা ওই লোহার পাইপে ধাক্কা লেগে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে আজিমের মৃত্যু হয়।”
ওসি আরও বলেন, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।