হাওর ডেস্ক::
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টায় হলের রিডিং রুম থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া গেছে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শেফা নুর ইবাদী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বঙ্গমাতা হলের ১৪১১ নম্বর কক্ষে থাকতেন।
শেফা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি মুকুল। তবে তার কারণ তিনি বলতে পারেননি।
এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন শেফা।
“প্রেমিকের সাথে মনোমালিন্য হওয়ায় তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে শেফা।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওসি মুকুল বলেন, “আমিও শুনেছি। তার মোবাইল সেট এখনো হাতে পাইনি। যে কক্ষে ঘটনাটি ঘটেছে, সেখানে গিয়ে তদন্ত করে বলতে পারব।”
জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. হেনা রাণী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটি খুবই আবেগপ্রবণ ছিল। প্রেমিকের সাথে মনোমালিন্য হয়ে সে সুইসাইড করেছে।”
আনুষ্ঠানিকতা শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আব্দুল কাইউম বলেন, “বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স সেন্টার খোলা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করা হয়।
“তার পরও এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা আরও বেশি উদ্যোগ নেব- যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকে।”