হাওর ডেস্ক::
ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান চলার মধ্যেই জম্মু-কাশ্মীরে ঘটেছে এ ভয়াবহ ঘটনা।
রোববার রাতে কাশ্মীরের রিয়াসি জেলায় একটি মন্দির দর্শন সেরে পুণ্যার্থীরা ফেরার পথে বাসে খাদে পড়ে অন্তত ৯ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।
পুলিশ বলছে, এটি নিছক দুর্ঘটনা নয়। পুণ্যার্থী বোঝাই ওই বাসে জঙ্গিরা হামলা চালিয়েছে।
শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল বাসটি। সে সময়ই হামলা চালায় জঙ্গিরা। হামলার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়।
রিয়াসির জেলা পুলিশ প্রধান বলেছেন, জঙ্গিরা বাসটিতে চোরাগোপ্তা হামলা চালিয়েছে এবং এলোপাতাড়ি গুলিও ছুড়েছে। এতে বাসটি খাদে পড়ে গিয়ে ৯ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।
পুলিশ বলছে, উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
২০১৭ সালের পর ওই অঞ্চলে পুণ্যার্থীদের ওপর এটি সর্বশেষ বড় ধরনের হামলা। ওই সালে হামলায় নিহত হয়েছিল ৮ জন।
বিরোধীদল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী এক্সে এক পোস্টে লিখেছেন, “এই লজ্জাজনক ঘটনাই জম্মু ও কাশ্মীরে উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির প্রকৃত চিত্র।