সাইফ উল্লাহ:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮, ৫৬৬ টি ভূমি হীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন, প্রধান অতিথি শেখ হাসিনা এমপি মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আশ্রয়ণ -২ প্রকল্প।
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৬৩টি পরিবারের মাঝে ভূমিহীনদের জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গল বার সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে জমির দলিল সহ গৃহ হস্তান্তর করা হয়। জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর,
প্রধান অতিথি, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ রাশেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি, সুনামগঞ্জ জেলা এডিসি সাব্বির আহম্মেদ আখঞ্জী, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম শামীম, ভাইস চেয়ারম্যান আকবর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রকল্প কমর্কর্তা মো: এরশাদ হোসেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বীরমুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সাবেক প্রেসক্লাব সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, উপকার ভোগী জরিনা আক্তার, সাইফুল ইসলাম প্রমূখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, মো: মাসুক মিয়া, প্যানেল চেয়ারম্যান মো: নুরুল হুদা, প্রাণী সম্পাদ অফিসার ডাক্তার আবুল কাশেম, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা প্রমূখ।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, আপনার আশ্রয়ণ প্রকল্প হতে জমি সহ ঘর পেয়েছেন, রক্ষানাবেক্ষণ আপনাদের করতে হবে, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, পতিত জায়গা ফেলে রাখা চলবেনা, সেই জমি কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, কর্মসংস্থানের জন্য যুব উন্নয়ন, মহিলা অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করেন, আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে কর্ম সংস্থান সৃষ্টি করুন