1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

সিলেট টিলা ধসে মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুন, ২০২৪, ১২.২৪ পিএম
  • ৩১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেট নগরীর চামেলীবাগে টিলা ধসে একই পরিবারের তিন সদস্য নিহতের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত এ কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।

এদিকে এ ঘটনায় সোমবার রাতে সিলেটের শাহপরান থানায় অপমৃত্যুর মামলা করেছেন নিহত আগা করিম উদ্দিনের চাচাতো ভাই মো. আগা রফিক উদ্দিন ।

এর আগে সোমবার সকাল ৬টার দিকে নগরীর মেজরটিলা চামেলীবাগ এলাকায় টিলার মাটি ধসে পড়ে আগা করিম উদ্দিনের (৩৪) ঘরের ওপর। এতে আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার (২৬) এবং তাদের শিশু সন্তান নাফজি তানিমের মৃত্যু হয়।

এছাড়া আহত হন আরও তিনজন। ওইদিন বেলা ১টার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, “এ ঘটনার তদন্তে সাত সদস্যের এ কমিটি গঠনা করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো. আল-জুনায়েদকে।”

তিনি আরও বলেন, “মেজরটিলারপাদদেশে যারা অবস্থান করছেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং টিলাগুলোতে লাল পতাকা উড়ানো হয়েছে।

“প্রতি বছরই বর্ষা মৌসুমের শুরুতে সব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের টিলার পাদদেশে বসবাসরতদের সরাতে নির্দেশ দেওয়া হয়। তার প্রেক্ষিতে পাহাড়-টিলাবেষ্টিত এলাকায় মাইকিং করা হয়। কিন্তু অনেকেই সরে যেতে চান না।”

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন,” গত ২৮ মে থেকে সিলেটে টানা ভারী বৃষ্টি শুরু হওয়ার পর টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস না করার জন্য স্থানীয় প্রশাসন সতর্কতামূলক প্রচারণা চালিয়েছে, যা এখনো অব্যাহত।

“এ ছাড়া কেউ যেন টিলা কাটতে না পারেন, সে জন্য স্থানীয় প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।”

সিলেট মহানগরের শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, “মাটির নিচ থেকে চাপা পড়া অবস্থায় ওই তিনজনের লাশ উদ্ধারের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

পরে নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সোমবার রাতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।

“এরপর সোমবার রাত ১০টার দিকে স্থানীয় জামে মসজিদে জানাজা শেষে নিহতদের বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।”

আরও পড়ুন

‘যেলা রাইত ঘুমাইছিলাইন ওলাও পাইছইন মাটি হরাইয়া’

সিলেটে টিলা ধস,৩ জনের লাশ উদ্ধার

সিলেটে টিলা ধস, আটকা ৩

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!