হাওর ডেস্ক::
কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা খুন হয়েছে; যাকে আধিপত্য বিস্তারের বিরোধে হত্যা করা হয়েছে ধারণা করছে পুলিশ।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লক সংলগ্ন মোছারখোলা বাঙ্গালী পাড়ায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ৩৬ বছর বয়সী মো. খাইরুল আমিন ওই ক্যাম্পের বাসিন্দা জমির হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা’র কমান্ডার মো. সলিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী খাইরুল আমিনকে ক্যাম্পে নিজের বসত ঘরের সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।
“পরে মোছারখোলা বাঙ্গালী পাড়ায় নিয়ে তাকে লক্ষ্য কয়েকটি গুলি করে। এরপর লাশ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ধানক্ষেতে খাইরুলর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।”
পরে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করে বলে জানান ওসি শামীম।
তিনি বলেন, “কিছুদিন আগেও খাইরুল আরসা’র সদস্য ছিলেন। সম্প্রতি তিনি রোহিঙ্গাদের আরেকটি সংগঠন আরএসও’তে যোগ দিয়েছেন।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে খুন করা হয়েছে।”
খাইরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।