হাওর ডেস্ক::
কয়েক দফা জামিনে মুক্তি পেলেও কারা ফটক থেকে বার বার আটকের পর অবশেষে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব।
শুক্রবার বিকাল তিনটায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিরব মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যুবদলের কর্মী সাহাবুদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সকল মামলায় জামিন পাওয়ার পর শুক্রবার বিকাল তিনটায় কেরানীগঞ্জের কারাগার থেকে নিরব ভাই মুক্তি পেয়েছেন।”
কারা ফটকের সামনে তেজগাঁও মহানগর বিএনপি ও যুব দলের একদল নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন।
গত বছরের ৪ মার্চ নিরবকে পুলিশ এফডিসির কাছে থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৪৫৪টি মামলা রয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৭টি মামলায় নিরবের ১৭ বছর সাজা হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর গত ২০ মার্চ কেরানীগঞ্জ জেলগেট থেকে তাকে আটকের পুলিশ ২০২২ সালে পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায়।
এরপর ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও একইভাবে ২১ এপ্রিল নিরবকে আবার জেলগেইটে ২০২১ সালের আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়।
এই মামলায় গত ৫ জুন জামিন পান নিরব। কিন্তু আবারো জেলগেটে আটক করে ২০১১ সালের মতিঝিল থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ।