হাওর ডেস্ক::
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা।
প্রতিষ্ঠা বার্ষিকীর তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন শুক্রবার দুপুরে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে জড়ো হন। সেখানে দুটি ট্রাকের ওপর বানানো অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা।
সমাবেশের পর বিকালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে যাবেন নেতাকর্মীরা।
ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে মঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী।
মিরপুর থেকে মিছিল নিয়ে আসা আহমেদ হোসেন বলেন, “২৩ জুন আমাদের প্রাণপ্রিয় সংগঠন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেজন্য আজকে আমাদের খুশির দিন। প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নিয়েছে।”
১৯৪৯ সালের ২৩ জুন যে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এখন বাংলাদেশ আওয়ামী লীগ। পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে দলটির; প্রায় দুই যুগ পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সংগঠিত এই দলের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ।
আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও অসাম্প্রদায়িক চেতনায় ১৯৫৫ সালে কাউন্সিলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। নতুন নাম হয়- ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। স্বাধীনতার পর ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নাম নেয় দলটি, যেটি এখন প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন করছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি জানিয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উদযাপন করা হবে তৃণমূল পর্যন্ত।
শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শোভাযাত্রা শুরু হয়ে ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। শনিবার রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরদিন রোববার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানাবেন।
এদিন দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সারা দেশে গাছ লাগানোর কর্মসূচিও পালন হবে এদিন।
এরপর সোমবার সন্ধ্যায় হাতিরঝিলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ জুন আয়োজন করা হবে সাইকেল র্যালি।