1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘রাতারাতি একটা দলকে তৈরি করা যায় না : ব্রাজিল কোচ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১২.৫০ পিএম
  • ২৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::

ড্র দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরুর পর আপাতত বেশ চাপে ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র মনে করেন, এই সময়ে সবার সমর্থন দরকার হবে তাদের। পালাবদলের এই পর্যায়ে ভক্তদের একটু ধৈর্য ধরে খেলোয়াড়দের পাশে থাকার আহ্বান জানালেন তিনি।

‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় প‍্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে থাকা কলম্বিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম‍্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

টুর্নামেন্টের শুরুটা প্রত‍্যাশিত হয়নি ব্রাজিলের। কোস্টা রিকার বিপক্ষে অসংখ‍্য সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি তারা। তবে সেই পারফরম‍্যান্সের ইতিবাচক ব‍্যাপারগুলো সামনে রেখে এগিয়ে যেতে চান ৬২ বছর বয়সী কোচ।

“এটা স্বাভাবিক যে আমরা সবাই গত ম‍্যাচে একটু ভিন্ন ফল প্রত‍্যাশা করেছিলাম। তবে আমরা যেভাবে পারফরম করছি, এর প্রশংসা না করে পারা যাবে না। ছেলেরা প্রতিপক্ষকে পুরোপুরি ওদের রক্ষণে ঠেলে দিয়েছিল।”

“আমরা যা করছি এবং যা আমরা অর্জন করছি তা নিয়ে আমি দৃঢ় প্রত‍্যয়ী। আমরা কেবলই কাজটা শুরু করেছি। তবে আমি মনে করি আমরা ভারাস‍াম‍্য রেখে এগিয়ে যাচ্ছি। আমাদের শান্ত, ভারসাম‍্যপূর্ণ ও আত্মবিশ্বাসী থাকতে হবে। যদি প্রতিটা ম‍্যাচে যা করছি এর সব কিছু নিয়ে যদি দ্বিধায় থাকি তাহলে আমাদের কোনো উন্নতি হবে না।”

নয়বারের কোপা আমেরিকার চ‍্যাম্পিয়নরা প‍্যারাগুয়ের বিপক্ষে ভীষণ চাপে থাকবে, বুঝতে পারছেন দরিভাল। তবে খেলোয়াড় ও সমর্থক সবাইকে ধৈর্য ধরতে বললেন তিনি।

“প্রতিটা ম‍্যাচই নির্ণায়ক, সেটা প্রীতিই ম‍্যাচই হোক না কেন। ব‍্যাপারটা সব সময় একই থাকবে। আমরা এখান থেকে বের হতে পারব না।”

“আমাদের বুঝতে হবে, এটা পরিবর্তনের সময়, পালাবাদলের সময়। একটা দল রাতারাতি তৈরি করা যায় না… এটা সহজাত প্রক্রিয়া। স্রেফ সবশেষ ম‍্যাচ নয়, প্রতিটা ম‍্যাচে দল নেতিবাচকতার চেয়ে ইতিবাচকতা বেশি দেখাচ্ছে।”

 

 

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!