দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে মায়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের আং সাং সুচি’র সামরিক জান্তা সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে গণহত্যা নির্যাতনের প্রতিবাদে স্মরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর আমরা দিরাইবাসীর ব্যানারে দিরাই মধ্যবাজার জামে মসজিদ প্রঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে ধর্মপ্রান মুসল্লিসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ গস্খহণ। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা নুরউদ্দিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শাহ আহলুল করিম, শায়েখ মাওলানা ছাদিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা ইলিয়াস আহমদ, হাফেজ উবায়দুল্লাহ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল হক মিয়া, কাজী নুরুল আজিজ প্রমুখ। সমাবেশে বক্তারা গণহত্যা ও নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারসহ বিশ^ নেতৃবৃন্দের হস্তক্ষেপ, আং সাং সুচি নামক মানুষ হত্যাকারীর নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ মিছিলে আংসাং সুচির ফাসি দাবি করে শ্লোগান দেয়া হয়।