স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ১১জন ইউপি সদস্য চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাবের আবেদন করায় তাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন চেয়ারম্যান। মঙ্গলবার দুপুরে উকিলপাড়া রেজা কমপ্লেক্সে তিনি একাই সাংবাদিক সম্মেলন করে ইউপি সদস্যদের বিরুদ্ধে প্রকল্প নিতে অনৈতিক চাপ ও মিথ্যাচারের অভিযোগ আনেন। তিনি কোনও অনিয়ম ও দুর্নীতির সঙ্গেও যুক্ত নন জানিয়ে বলেন, এরা ষড়যন্ত্রকারী। মিথ্যা অভিযোগ এনে আমার চরিত্র হনন করতে চায়।
সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, আমি এদের অত্যাচারে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্ত আইনজীবী আমাকে মানা করেছেন। তাই আমার বক্তব্য নিয়ে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছি। নির্বাচিত হওয়ার পরই ইউপি সদস্যরা প্রকল্পের বরাদ্দ নয়ছয় করতে অনৈতিক চাপ দিচ্ছেন। তারা প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই ভাগ বাটোয়ারা করে নিতে চান। তাদের এসব কাজে উৎসাহ ও সহযোগিতা দেন ইউপি সচিব। আমি এসব কাজে প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করে অনাস্থার আবেদন জানিয়েছেন বলে শুনেছি। তিনি বলেন, ইউনিয়নে আগের মতো বরাদ্দ আসেনা। তাই বেশি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা যায়না। কিন্তু প্রকল্প আসলেই ইউপি সদস্যরা অনৈতিক চাপ দিয়ে প্রকল্প আতœসাত করতে চান। আমি তাদের সুযোগ না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।