স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার সকাল থেকে দিনভর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। সম্প্রতি ফুটপাত দখল করে অস্থায়ী দোকানপাট বসানোয় এবং স্থায়ী দোকানদাররা নিজেদের দোকানের সামনের ফুটপাত দখল করে ব্যবসা সম্প্রসারণ করায় জনচলাচল বিঘিœত হচ্ছে। বিশেষ করে যানজট লেগেই আছে শহরে। এ অবস্থায় পুলিশ প্রশাসনকে নাগরিকরা ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানোর আহ্বান জানিয়েছিলেন।
রবিবার সকাল থেকে ডিএস রোড, ট্রাফিক পয়েন্ট, কালিবাড়ি মোড়, বাজার এলাকা, মধ্যবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযানে নামে পুলিশ। সঙ্গে পৌরসভা পরিচ্ছন্নতাকর্মীরাও ছিলেন। এসময় ফুটপাত থেকে সব্জি, ফল, অন্যান্য ভাসমান দোকানসহ স্থায়ী দোকানদারদের মধ্যে যারা দোকানের সামনে মালামাল রেখে বিক্রি করেন তাদের জিনিষপত্র অপসারণ করে। পৌরসভার গাড়িতে করে পরিচ্ছন্নতাকর্মীরা ফুটপাতে রাখা অনেক জিনিষপত্র তুলে নিয়ে যান। রবিবার দিনভর ফুটপাত থেকে অন্তত দুই শতাধিক দোকানের স্থাপনা অপসারণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, সম্প্রতি নাগরিকরা পৌর শহরে যানজটের কারণ হিসেবে রাস্তা ও ফুটপাত দখল করে ভাসমান দোকানপাট গড়ে ওঠাকে চিহ্নিত করেছেন। তারা পুলিশ ও প্রশাসনকে এসব উচ্ছেদ করে যানজট নিরসনসহ ফুটফাত দখলমুক্ত করার আহ্বান জানিয়েছিলেন। আজ দিনভর এই অভিযান চালানো হয়েছে। সঙ্গে প্রচারণাও চালানো হয়েছে যাতে আর কেউ রাস্তায়, ফুটপাতে পসরা সাজিয়ে না বসে।