স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কেন্দ্রীয় কর্মসূচির অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। বৃহষ্পতিবার দুপুরে জেলা বিএনপির পুরাতন বাসস্টেশনস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। বক্তারা সদ্য ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গণহত্যাকারী উল্লেখ করে তাকে দেশে ফিরিয়ে এনে ফাসির দাবি জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, নাদির আহমদ, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট মাশুক আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলাল, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা কৃষকদল সভাপতি আনিসুল হক প্রমুখ।
প্রধান অতিথি কলিম উদ্দিন মিলন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে কোন অন্যায় কাজে সম্পৃক্ত হওয়া যাবেনা। সন্ত্রাস ও চাদাবাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যারা এসব কাজ করবে আমরা তাদেরকে আইন শ্খৃলা রক্ষাকারী বাহিনীর হাতে তোলে দেব। দলে নতুন কোন পার্টির লোকদের আনাগোণা নিষিদ্ধ করেন তিনি।