স্টাফ রিপোর্টার::
পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি রোববার সকালে বিপদসীমার ৭৭ সেন্টিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢল ও বর্ষণ অব্যাহত থাকায় নতুন নতুন রাস্তাঘাট ও এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে জেলা প্রশাসন থেকে বন্যাপরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি তথ্য সেল খোলা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার সদর উপজেলা, দোয়ারাবাজার, ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছেনা।
জেলা প্রশাসনের তথ্য সেলের কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, প্লাবিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ৯৩ মে. টন চাল এবং ৭লাখ টাকা পাঠানো হয়েছে।