হাওর ডেস্ক::
সুনামগঞ্জের মধ্যনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আয়াতুল্লাহর পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকার অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শহীদ আয়াতুল্লাহর পিতা মো. সিরাজুল ইসলামের কাছে এ চেক হস্তান্তর করেন ইউএনও অতীশ দর্শী চাকমা হ।
এই সময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, সমবায় কর্মকর্তা শামসুল ইসলাম।
উলেখ্য, গত ৫ আগষ্ট সরকার পতনের পর আনন্দ মিছিলে যোগদান করতে গিয়ে গাজীপুর জেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে আনসার বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হয় আয়াতুল্লাহ। নিখোঁজের ১১ দিন পর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আয়াতুল্লাহর লাশের সন্ধান পায় পরিবার।পরে সেখান থেকে লাশ এনে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়।