জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মনিরুল হাসানের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সমরেন্দ্র আর্চায্য সম্ভুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাফিজা আক্তার দিপু।
সভায় বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ আবুল হাশেম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি করুনা সিন্ধু তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী,সাবেক চেয়ারম্যান প্রদীপ কুমার মজুমদার মিনু। সভায় বক্তব্য রাখেন বেহেলী ইউপি পূজা উদযাপন কমিটির সভাপতি সুবোধ চন্দ্র তালুকদার,জামালগঞ্জ সদর ইউপি সভাপতি শৈলেন্দ্র দেবনাথ, সাধারন সম্পাদক সুস্থির তালুকদার, ফেনারবাক ইউপি সভাপতি সিন্ধু ভুষণ তালুকদার, সাধারন সম্পাদক মিন্টু রঞ্জন তালুকদার, গনমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ প্রমূখ।