স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সরকারি জুবিলী স্কুলমাঠে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় দূষ্প্রাপ্য ও দেশী-বিদেশী প্রজাতির গাছের চারা ৫ দিনে প্রায় ৬ লাখ টাকার বেচাকেনা হয়েছে। গতবারের চেয়ে এবার তুলনামূলক গাছের চারার মূল্য কম থাকায় ক্রেতাদের সংখ্যা অনেক বেশি বলে জানান বিক্রেতারা। সকল জাতের গাছের চারা সাশ্রয়ী দামে বেচাকেনা করছেন নার্সারী ব্যবসায়ীরা-এমনটাই জানালেন তারা।
গত বরিবার সকাল থেকে শহরের সরকারী জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এই বৃক্ষমেলা শুরু হয়। ওইদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গাছের চারা বেচাকেনা শুরু হয়েছে। মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা নার্সারী ব্যবসায়ীদের ৩২টি স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলে রয়েছে দূষ্প্রাপ্য ও দেশী-বিদেশী গাছের চারার সমাহার। কেনার পাশাপাশি বৃক্ষপ্রেমি অনেকেই দেখতে আসছেন মেলা। বিভিন্ন বয়সের লোকজন বিশেষ করে শিশুরা বৃক্ষমেলায় এসে বৃক্ষের সঙ্গে পরিচিত হচ্ছে।
এবারের মেলায় বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা, ঔষধি গাছের চারা, ফুল গাছের চারা, দেশী ও বিদেশী কাঠ গাছের চারা বিক্রি হচ্ছে বেশি।
আনিকা নার্সারীর মালিক রাজু আহমদ বলেন, আমার নার্সারীতে দূষ্প্রাপ্য দেশী-বিদেশী ঔষধি, ফলের, ফুলের এবং কাঠ গাছের চারা রয়েছে। মেলার আগের দিন দুপুর থেকে বেচাকেনা শুরু হয়েছে। সকল প্রকার গাছের চারা আছে আমার নার্সারীতে আছে। গত ৫ দিনে আমি লক্ষাধিক টাকার গাছের চারা বিক্রি করেছি।
মা বাবার দোয়া নার্সারীর মালিক শাহিদ মিয়া বলেন, আমার নার্সারীতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। ক্রেতারা সকাল থেকে কিনে নিচ্ছেন তাদের পছন্দের চারা গাছ। গত ৫ দিনে বেশ ভাল বিক্রি করেছি।অ
সাজানো বাগান নার্সারীর মালিক তৌফিকুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার বেশি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রেখেছি। ক্রেতাদের পছন্দের চারা গাছ আছে নার্সারীতে। গত ৫ দিনে ভাল বেচাকেনা হয়েছে।
আর.এইচ.এম নার্সারীর ব্যবসায়ী মিঠু রায় বলেন, গত ৫দিনে আমার নার্সারীতে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিক্রি হয়েছে। একই সাথে বিভিন্ন সাইজের প্লাস্টিক ও মাটির টব বিক্রি করেছি।
ক্রেতা শমশের আহমদ বলেন, আমি একটি গাছ ও টব কিনেছি সাশ্রয়ী দামে। এবারের বৃক্ষমেলায় বেশ কয়েকটি গাছের চারা ও টব কিনেছি। আরও কেনার চিন্তায় আছি।
ক্রেতা শান্তি মিয়া বলেন, কয়েকটি ফলের গাছ কিনেছি। তুলনামূলক দাম কম। আগামীকাল আরও ২/১ চারা গাছ কিনে নেবো। সাহেরা খাতুন বলেন, ছাদের উপর ফুলের বাগান করতে কয়েকটি ফুল গাছ কিনেছি। এখন লেবু গাছের চারা কিনতে এসেছি। দাম কম আছে।
সুনামগঞ্জের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ বলেন, এবারের মেলায় আগের দিন থেকে বেচাকেনা শুরু হয়েছে। সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় অন্তত ৭ লাখ টাকার গাছের চারা বিক্রি হবে। তিনি বলেন, গাছ খুবই উপকারী। মানব দেহ সুস্থ রাখতে গাছের বিকল্প নেই। গাছের চারা রোপনের মাধ্যমে দেশে বনায়ন বৃদ্ধি পাবে এবং সুস্থ পরিবেশ তৈরি হবে।