1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

সুনামগঞ্জে বাউল কামালের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৬.১৫ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে গানে গানে বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এঁর ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৫ টা হতে রাত ১২টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা শিল্পকলা একাডেমির তালিকাভূক্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপি নেতা সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক আল-হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ আলম মহীউদ্দিন,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী,জেলা অধিকার আহবায়ক মুহাম্মদ আমিনুল হক,সাংবাদিক কুদরত পাশা,কবি রহমান তৈয়ব ও জাতীয়তাবাদী বাউল দলের সদস্য সচিব হাকিম আফতাব উদ্দিনসহ স্থানীয় সংস্কৃতিসেবীগন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়,সাংবাদিক শিল্পী রওনক আহমদ,বিটিভি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ,রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জসীম উদ্দিন, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাছুম হেলাল,সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল,সাংবাদিক আনোয়ারুল হক,সাংবাদিক মানব তালুকদার,সাংবাদিক ফরিদ মিয়া, সাংবাদিক বাবুল মিয়া,সুরমা ইউপি সদস্যা মোছাঃ তানজিনা বেগম,সাংবাদিক আব্দুল কাইয়্যুম,সাংবাদিক আব্দুল বাছির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এন.ডি উসমান গনীসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কামালগীতি পরিবেশন করেন প্রবীণ বাউল শিল্পী তছকীর আলী,সাংবাদিক বাউল আল হেলাল, বাউল শফিকুন নূর,বাউল আমজাদ পাশা,বাউল আব্দুল কাইয়ূম,আরটিভির প্রতিনিধি শহীদনুর আহমদ,কামাল পাশা সংস্কৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ রমজান,বাউল রাসেল আহমদ,বাউল সাদিক খান,মোঃ শাহ আলম,বাউল আইনুদ্দিন ও মোঃ সালাউদ্দিনসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
সভায় বক্তারা বলেন,সুনামগঞ্জ জেলার ৫ প্রধান লোককবির মধ্যমণি বাউল কবি গানের সম্রাট কামাল পাশা। গত সরকারের শাসনামলে জেলা প্রশাসন এই লোকায়িত কবি প্রতিভাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করার জন্য একাধারে ৯ বার সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করলেও ফ্যাসিস্ট সরকার মহান এই সংগীতগুরুর সাথে বৈষম্যমূলক আচরন করেছে। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের জন্য সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!