ছাতক প্রতিনিধি:
সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বড় কাপন নামক পয়েন্টে ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও কিল ঘুসিতে আব্দুল কাহার ওরফে বুদাই মিয়া নামে
একব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় পুলিশ তাৎক্ষনিক ট্রাক চালক রতনকে গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউপির বড়কাপন পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত হলেন উপজেলার জাউয়াবাজার ইউপির দক্ষিণ বড়কাপন গ্রামের মৃত, প্রকাশ আলীর ছেলে আব্দুল কাহার ওরফে বুদাই মিয়া ৪৫।
জানা যায়,ট্রাক ড্রাইভার ও এনাম ট্রেডার্স রোড সিমেন্ট ড্রাইভার মোঃ রতন মিয়া ও সেনেটারি দোকানের কর্মচারী আব্দুল কাহারের মধ্যে হাতাহাতি কিল ঘুসি হয়। ট্রাক বোঝাই রড আনলোড করার জন্য ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী ভাঙ্গারি দোকানদার আব্দুল কাহার (৩৫) ও ট্রাক চালক রতন মন্ডল একপর্যায়ে কাহারকে কিল-ঘুষিতে ভাঙ্গারি দোকানদার আব্দুল কাহার (৩৫) গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় জনগণ আহতকে কৈতক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরআখড়া গ্রামের মৃত সেকন্ড মন্ডলের ছেলে রতন মন্ডল (৩৮) ঢাকা হতে রেজি নং: ঢাকা মেট্রো-ট-১৮৩৬১৯ নামে ট্রাক ভর্তি রডসহ আটক করেছে। এ ঘটনার খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচাজ কবির আহমদ এসআই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে সক্ষম হন। এ ঘটনায় জড়িত ট্রাক চালক রতন মন্ডল (৩৮)কে পুলিশ আাটক করেছে। নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতঃ মৃতের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের নিমিত্তে লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যার মামলার প্রস্ততি চলছে বলে থানার ওসি গোলাম কিবরিয়া হাসান নিশ্চিত করেন।