1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

মধ্যনগরে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৫.৫৪ পিএম
  • ০ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সাতটি কক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । দিশারি এডুকেশন ট্রাস্ট এই পরীক্ষার আয়োজন করে। এতে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ২৪৫জন শিক্ষার্থী অংশ নেয়।
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন দিশারি এডুকেশন ট্রাস্টের পরিচালক পরেশ চন্দ্র দাস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ট্রাস্টের সহকারী পরিচালক অনুজ কান্তি সরকার। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রটি পরিদর্শন করেন মধ্যনগর থানার ওসি মো.সজীব রহমান ও অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী। ২০১৬সাল থেকে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী বছরের ১৫ জানুয়ারি’ মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট , সনদপত্র, মানসম্মত বই প্রদান করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!