স্টাফ রিপোর্টার::
উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারি রবিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল হক ও সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল নির্বাচিত হয়েছেন। ২২ সদস্যের কমিটিতে ৮জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ১৪ পদে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়েছেন প্রতিদন্ধী প্রার্থীরা।
আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মোহাম্মদ কামাল হোসেন জানান, সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে বিএনপি নেতা মো. আব্দুল হক ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী এডভোকেট আব্দুল হামিদ পেয়েছেন ১৩৭ ভোট।
সহসভাপতি পদে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আজাদুল ইসলাম ও বিএনপি সমর্থক মো. আবু বকর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে এডভোকেট নূরে আলম সিদ্দিকী ও এডভোকেট হুমায়ুন কবীর প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক দফতর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী এডভোকেট হুমায়ুন কবির পেয়েছেন ১৩১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক এডভোকেট এ.এস.এম মাহবুবুল হাসান তালুকদার শাহীন, ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে স্বেচ্ছাসেবক লীগ নেতা এডভোকেট জোবায়ের আবেদিন, অর্থ সম্পাদক পদে মহসিন রেজা মানিক (জামায়াত), পাঠাগার সম্পাদক পদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুশফিকুর রহমান পীর, সমাজকল্যাণ ও ক্রিড়া সম্পাদক পদে নিষিদ্ধ ঘোষিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগের সমর্থক মো. আকিক মিয়া এবং মহিলা সম্পাদক পদে আ.লীগ সমর্থক ফাতেমা আক্তার রেখা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে এডভোকেট আফিজ মিয়া, এডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির (স্বতন্ত্র), আওয়ামী লীগ সমর্থক এডভোকেট রজত কান্তি সরকার, আ.লীগ সমর্থক মো. জুলহাস মিয়া ও জেলা যুবলীগের সাবেক নেতা এডভোকেট মো. ছাইদুর রহমান তালুকদার নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর ড. খায়রুল কবীর রোমেন বলেন, ২২ সদস্য বিশিষ্ট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আমাদের আওয়ামী লীগের ১৩জন নির্বাচিত হয়েছেন।