হাবিবুর রহমান-হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে উপজেলার ফসলহারা কৃষকদের সাহায্যে ৮২ ব্যাচ (এইচএসসি) এমসি কলেজ সিলেট’র শিক্ষার্থীরা ৩০জন কৃষককে নগদ অর্থ সহায়তা দিয়েছে। প্রতিজনকে সংগঠনটি ৫ হাজার টকা করে প্রদান করেছে। এসময় উপস্থিত আরো ১শ জনকে ১শ টাকা করে নগদ প্রদান করা হয়েছে।
ত্রাণ বিতরণ কালে ৮২ ব্যাচ (এইচএসসি) এর পক্ষে উপস্থিত ছিলেন, পুলক কান্তি তালুকদার, জাহাঙ্গীর আলম, ইয়ার খাঁন, জহুর আহম্মদ, সুনীল সরকার।
ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন- শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়েরর শিক্ষক মোঃ খায়রুল ইসলাম ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, হোসাইন আহমদ শাহীদী, উদয় শঙ্কর বৈষ্ণব, মোঃ ইয়াসির আরাফাত, দেবী রাণী রায়, রনধীর সরকার, সঞ্জয় কুমার বৈষ্ণব, পাপঁড়ি সরকার, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব।