স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্ধোধন করেন তিনি।
উদ্বোধন শেষে ড. মহম্মদ জাফর ইকবাল বিদ্যালয়ের ছাত্রীদের তৈরী বিভিন্ন বিজ্ঞানযন্ত্র ও প্রজেক্ট পরিদর্শন করেন তাদের প্রশংসরা করেন। নিয়মিত বিজ্ঞান চর্চার জন্য তিনি ছাত্রীদের পরামর্শ দেন। বিজ্ঞান চর্চার মাধ্যমে মনের অন্ধকার দূর করে মানুষ ও পৃথিবীর জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
পরে তিনি মেলা উপলক্ষে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী, শিক্ষক সুবল বিশ্বাস প্রমুখ।
বিদ্যালয়ের পক্ষ থেকে ড. মুহম্মদ জাফর ইকবালকে সম্মাননা স্মারক তোলে দেয়া হয়।