স্টাফ রিপোর্টার::
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যায় জড়িত অং সান সুচি ও জেনারেল মিন অং হ্লাইং এর মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি জানিয়ে সুনামগঞ্জে কালের কণ্ঠ শুভসংঘের জেলা কমিটি গঠিত হয়েছে। শুভ কাজে সবার পাশে এবং আর্ত মানবতার সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে জেলা কমিটি যাত্রা শুরুতে সুধীজনের সহযোগিতা চেয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
কালের কণ্ঠ শুভ সংঘের সাবেক সভাপতি অ্যাডভোকেট কল্লোল তালুকদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাহেরিন চৌধুরী মিশুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও শুভসংঘের সাথে সংশ্লিষ্টরাসহ সুধীজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকলের নাম ঘোষণা করেন কালের কণ্ঠর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা শামস শামীম।
কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন নৃপেশ তালুকদার নানু, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, অ্যাডভোকেট কল্লোল তালুকদার, শামস শামীম ও ফেরদৌসী সিদ্দিকা।
সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিন ও মানবেন্দ্র কর। সহ-সভাপতি হলেন, অ্যাডভোটে আব্দুল খালেক, আবুল কালাম আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, টিটু রঞ্জন দাস ও ইউনুস মিয়া বাবুল, দফতর সম্পাদক দোলন দেবনাথ, কোষাধ্যক্ষ সাকেরিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিল্লাত আহমেদ।
কমিটির সদস্যরা হলেন, রইছুজ্জামান, তারেক চৌধুরী, পুলক তালুকদার, জাহাঙ্গীর আলম, গোলাম মওলা তোহা, রিঙ্কু চৌধুরী, নিহারিকা রায়, জহির আলম রানা, জ্যোতি দীব্রা, আইরিন জাহান এনি ও সাকিবুল হাসান।
নব গঠিত কমিটির নেতৃবৃন্দ কমিটি গঠনের শুরুর দিনেই মানবতাবিরোধী অপরাধে অং সান সুচি ও জেনারেল মিন অং হ্লাইং এর আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কর্মসূচি পালন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এভাবে প্রতিনিয়ত আর্ত মানবতার সেবা ও সকল ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।