স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মীরপুর এলাকা থেকে জসিম উদ্দিন নামের ওই আসামীকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত জসিম উদ্দি পাঠকুড়া গ্রামের ছমেদ মিয়ার পুত্র। সে বহুল আলোচিত জমসেদ হত্যা মামলার অন্যতম আসামী।
পুলিশ জানায়, গত ৩০ মে সেহরির সময় মসজিদের মাইকে গজল পরিবেশনকে কেন্দ্র করে ছোট শেওড়া গ্রামের জমশেদ আলীকে কুপিয়ে হত্যা করে জসিমসহ কয়েকজন যুবক। এসময় দু’পক্ষের সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হয়। থানায় জসিমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তারা আতœগোপনে চলে যায়। সোমবার দুপুরে পুলিশ আসামী মীরপুর গ্রামে আছে খবর পেয়ে অভিযান চালায়। এসময় মীরপুর গ্রাম থেকে এসআই সাইফুল আলম জসিম উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, মর্মান্তিক এই ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা পালিয়ে গেছে। আজ খবর পেয়ে হত্যাকা-ে জড়িত অন্যতম আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।