ভ্রাম্যমাণ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইভটিজিং’র দায়ে যুবকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। মঙ্গল বার ১২ টায় সাচনা বাজার থেকে গ্রেফতার যুবকে গ্রেফতার করা হয়। জানা যায়, বেশ কয়েকদিন যাবৎ ছাত্রীরা মাদ্রাসায় আসা যাওয়ার রাস্তায় বখাটে কবির হোসেন (২৫) প্রায়ই মেয়েদের উত্তক্ত্য করত। এ ধরনের অভিযোগ থানায় ছিল, বিষয়টি পুলিশের নজরে থাকায় ঘটনার সময় মোবাইল কোর্টের সদস্যরা ইভটিজিংয়ের দায়ে কালীপুর গ্রামের মো: সুরুজ আলীর ছেলে কথিত ইভটিজার অটো চালক কবির হোসেন (২৫) কে সাচনা বাজার অটো রিক্সার ষ্টেশন থেকে গ্রেফতার করে থানা নিয়ে আসে থানা পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যট মনিরুল হাসান (অ:দা:) মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। ইভটিজার কবির হোসেন কে থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করেন।