স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরের রোরো ফসলরক্ষা বাধের কাজ হাওরপাড়ের স্থানীয় কৃষকের সম্পৃক্ততায় ফসলরক্ষ বাধ নির্মাণের পরামর্শ দিয়েছেন উপস্থিত সুধীজন। সভায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম স্থানীয় মানুষের সম্পৃক্ততা ছাড়া নির্মাণ করা হবেনা বলে জানিয়েছেন। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত ‘হাওর রক্ষা বাঁধ সমূহের নির্মাণ পদ্ধতি, সমস্যা ও সমাধানের উপায় বিষয়ক’ মতবিনিময় সভায় তিনি আরো বলেন, এবার বাধ রক্ষার কাজে দুর্নীতির সুযোগ থাকছেনা। সরাসরি কৃষকরাই বাধের কাজ দেখাশোনা ও বাস্তবায়ন করবেন। সংশ্লিষ্ট হাওরে কমিটি গঠনের মাধ্যমে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত সময়-সীমার মধ্যেই বাধ নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যে এবছর ইতিমধ্যেই কাবিটা প্রকল্পে ২৮ কোটি ৮৯ লক্ষ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে বলে তিনি সুধীজনকে অবগত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী শীলা রায়, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জণ ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ি ও দৈনিক সুনামকণ্ঠ সম্পাদকমন্ডলীর সভাপতি মো. জিয়াউল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা মার্কেটিং অফিসার আব্দুল খালেক খান প্রমূখ।
মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাপ মিয়া, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণাসিন্দু তালুকদার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. বুরহান উদ্দিন, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মো. মখলিছ মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, কুরবাননগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকত, পলাশ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, প্রাক্তণ সিভিল সার্জন ডাঃ সৈয়দ মুনাওয়ার আলী, বিশিষ্ট লেখক ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. নুরুর রব চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, হাওর উন্নয়নকর্মী কাশমির রেজা, হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জেলা যুগ্ম আহŸায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ দে, হাওর উন্নয়নকর্মী ও সাংবাদিক বিন্দু তালুকদার, মুহিবুৃর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, মাসুম হেলাল, সেলিম আহমদ তালুকদার, হিমাদ্রী শেখর ভদ্র, জাকির হোসেন প্রমূখ।