স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-দিরাই সড়কের গাজীনগর এলাকায় ভারী বোঝাই ট্রাকের ভারে ভেঙ্গে পড়েছে এই সড়কের জনগুরুত্বপূর্ণ বেইলি সেতু। বুধবার সকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেই হতাহত হয়নি। সেতু ভেঙ্গে যাওয়ায় দিরাই-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে দিরাই ও শাল্লা উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নতুন বেইলি সেতু বসাতে আরো ৭-৮ দিন সময় লাগবে বলে জানিয়েছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর এলাকায় ভেঙ্গে যাওয়া বেইলি সেতুটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় গতকাল বুধবার সকালে একটি ভারী বোঝাই ট্রাকের ভারে ট্রাক নিয়ে সেতুটি ভেঙ্গে পড়ে। সাথে সাথেই দুই দিকে আটকা পড়ে শতশত যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ উপজেলা প্রশাসনের লোকজন। ভেঙ্গে যাওয়া সেতুটি সংস্কারের বাইরে চলে যাওয়ায় চেষ্টা করেও সাড়াতে পারেনি সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা। তবে জনগণের যাতায়াতের জন্য একটি সরু রাস্তা করে দেওয়া হয়েছে। সেতুটি ভেঙ্গে যাওয়ায় দিরাই উপজেলা শহরে শতাধিক যানবাহন আটকা পড়েছে। ঢাকা, সিলেট ও জেলা শহরে যাতায়াতকারী এসব যানবাহন আটকা পড়ায় ক্ষতির মুখে পড়েছে পরিবহন সংশ্লিষ্ট লোকজন। সাধারণ মানুষের যাতায়াতেও দুর্ভোগ নেমেছে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত বোঝাই করা ট্রাকের কারণে সেতুটি ভেঙ্গে গেছে। আমাদের কর্মীরা চেষ্টা করেও সেতুটি সারাতে পারেননি। হাতে অন্য কোন বেইলি সেতুর উপকরণ না থাকায় নতুন বেইলি সেতুর উপকরণ আনতে হবে। সেতুটি নির্মাণ করতে আরো ৭-৮দিন লাগবে। এ সময় যানবাহন চলতে না পারলেও মানুষের যাতায়াতের জন্য সরু বিকল্প রাস্তা করে দেওয়া হয়েছে।