স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে আলোচনা সভা, শিশু সমাবেশ, ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠান শুরুর আগে এক র্যালি শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে গিয়ে শিশু সমাবেশে মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য ফৌজিআরা বেগম শাম্মী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ প্রমুখ। শিশু সমাবেশ শেষে দুটি দলে বিভক্ত হয়ে শিশুরা দেশের গান প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্যা শিশুরা শিশু সংগীত পরিবেশন করে।