স্টাফ রিপোর্টার::
শহর-গ্রামে ঐক্য গড়ুন, জঙ্গিবাদ প্রতিরোধ করুন” শ্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জ সদর মডেল থানা কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কমিউনিটি পুলিশ এবং গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা পুলিশ সুপার মো: হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি অতিরিক্ত ডিআইডি সিলেট রেঞ্চ মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহারা বেগম, সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, জগন্নাথপুুর পৌর মেয়র হাজী আব্দুল মনাফ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ও কমিউনিটি পুলিশের জেলা আহবায়ক সাবেক অধ্যক্ষ পরিমল কান্দি দে প্রমুখ। বক্তব্য রাখেন গ্রাম পুলিশ,মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতা, আইনজীবি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিকরা। বক্তারা বলেন, প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সমাজের সুশীল সমাজের বিচক্ষণ ব্যক্তিদের মাধ্যমে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা প্রনয়ন করে প্রত্যেকটি পরিবার থেকে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে জঙ্গিদমন করে দেশকে এগিয়ে নিতে হবে।