স্টাফ রিপোর্টার::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্মী বাহিনী মানবতা লঙ্গন করে শত শত আয়লানকে সাগরে ডুবিয়ে মারছে। আমরা তাদের সাগর থেকে তুলে মানবিক আশ্রয় দিয়েছি। প্রধানমন্ত্রী জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে যে ৫ প্রস্তাবনা দিয়েছেন সেখানেই রোহিঙ্গা সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকার সেই লক্ষ্যেই বিশ^ সম্প্রদায়ের জনমত আদায়ে কাজ করছে। বুধবার দুপুরে স্থানীয় সার্কিট হাউসে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রোহিঙ্গারা বাঙালি নয়। তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি ও আলাদা জীবন যাপন রয়েছে। মিয়ানমার সরকারের নির্যাতনে তারা দেশ ছাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারি বাহিনী ও সাধারণ মানুষ তাদের বাঙালি হিসেবে পরিচিতি দিয়ে সেখানে জাতিগত নিধন চালাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সমস্যা সমাধানে ৫ দফার প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ৫দফা প্রস্তাবেই রোহিঙ্গা সমস্যার সমাধান আছে। এই প্রস্তাবনার পক্ষে বাংলাদেশ বিশ^জনমত আদায়ে কাজ করছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মিয়ানমার এখন বিশ^মানবতার কলঙ্ক। রাজনৈতিক কারণে রাশিয়া, চিন ও ভারত তাদের সাময়িক আশ্রয় দিলেও পশ্চিমাবিশে^র শক্তিশালী ভূমিকার কারণে এখন মিয়ানমার একঘরে হওয়ার পথে। ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের সঙ্গে নানা চুক্তি বাতিলসহ মানবতাবিরোধী অপরাধ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর ভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, আবেদ মাহমুদ চৌধুরী, আল আল হেলাল, একেএম মহিম, মাসুম হেলাল, সেলিম আহমেদ, শামস শামীম, হিমাদ্রী শেখর, মাহমুুদুর রহমান তারেক, বিশ^জিৎ সেন পাপন, শহীদ নূর আহমেদ প্রমুখ।