রাজন চন্দ:
তাহিরপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সোমবার মধ্য রাত থেকেই ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সীমান্ত নদী যাদুকাটা, মাহারাম, বৌলাই, পাটলাই ও রক্তি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের চিকসা, আনোয়ারপুর, বালিজুড়ি ও বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা নামক স্থানে ভাঙ্গনের কারণে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে জন চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।
এছাড়াও উপজেলার অভ্যান্তরীন তাহিরপুর-বাদাঘাট সড়ক, ও তাহিরপুর বাজার-সরকারী উচ্চ বিদ্যালয় রাস্তাটি স্থানে স্থানে ভেঙ্গে পানির নীচে তলিয়ে গেছে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খাদ্য গোদাম এলাকা, তাহিরপুর বাজারের নীচ অংশ, সুলেমানপুর বাজার, আনোয়ারপুর বাজার, নতুন বাজার, কাউকান্দি বাজার, জামতলা বাজার, পন্ডুব বাজার, জয়শ্রী বাজার সহ উপজেলার অধিকাংশ হাটবাজারই বন্যার পানিতে নিমজ্জিত।
এ ছাড়া উপজেলার নি¤œাঞ্চলের দক্ষিন বড়দল ইউনিয়নের রসুলপুর, টুকেরগাঁও, গোবিনপুর, জামলাবাজ, বড়দল উচ্চ বিদ্যালয়, উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী, বিনোদপুর, পানিয়াখালি, কলাগাঁও, বীরেন্দ্র নগর, চারাগাঁও, জঙ্গলবাড়ি, লালঘাট, মন্দিয়াতা, বুরুঙ্গাছড়া, শ্রীপুর বাজার, নয়াহাটি, ইন্দ্রপুর, ছিলানি তাহিরপুর, গোলাবাড়ি, দক্ষিন শ্রীপুর ইউনিয়নের সাহেবনগর, গোপালপুর, নোয়ানগর, মারালা, ইকরামপুর, নোয়াগাঁও, জগদীসপুর, নিশ্চিন্তপুর, আনন্দনগর, উমেদপুর, লতিবপুর, পাঠাবুকা গুচ্চগ্রাম, মানিকখিলা, সন্তোষপুর, জাঞ্জাইল, ভবানিপুর, দুমাল, শিবপুর, শরিফপুর, উতিয়ারগাঁও নোয়াগাঁও, উত্তর বড়দল ইউনিয়নের কুকুরকান্দি, ফকিরনগর, আমবাড়ি, বোরখারা, বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁর, ধরুন্দ, কাঞ্চনপুর, ইউনূছপুর, সদর ইউনিয়নের লক্ষীপুর, গোবিন্দশ্রী, ভাটি জামালগড়, গাজীপুর বালিজুড়ি ইউনিয়নের বড়খলা, বারুঙ্খা, পিরিজপুর, দক্ষিনকূল, মাহতাবপুর, তিওরজালাল, লোহাচুরা, ও বালিজুড়ি এলাহিবক্স উচ্চ বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত রয়েছে। এসব এলাকার শিক্ষার্থীরা এখন স্কুলে যাচ্ছেনা। ফলে অধিকাংশ বিদ্যালয়ই বন্ধ।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার বলেন, আমার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকা, হাটবাজারসহ প্রায় সবগুলো গ্রামই বন্যার পানিতে প্লাবিত।
তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি বলেন, আমি বন্যা কবলিত সবকটি হাটবাজার ও গ্রামগুলো ঘুরে দেখেছি এবং সরকারের দেয়া ত্রানসামগ্রী বন্যার্ত মানুষের মধ্যে বিতরন করেছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান বলেন,উপজেলার বন্যাকবলিত গ্রামগুলো সরেমিনে গুড়ে দেখেছি এবং সরকারের দেয়া ত্রান সামগ্রী বিতরন করেছি।