স্টাফ রিপোর্টার
তাহিরপুরে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মল্লিকা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা আওয়ামীলীগ সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা যুবলীগ নেতা সেলিম আখঞ্জী,বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক মিলন তালুকদার,সাবেক যুবলীগ যুগ্ম-আহবায়ক অনুপম রায়,উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক রেবা আক্তার প্রমুখ। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক অর্চনা তালুকদার। সভা শেষে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন যুব মহিলা লীগের ২৪ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নার্গিস আক্তারকে সভাপতি ও সাধারন সম্পাদক পদে দোলন রানীকে নির্বাচিত করা হয়। আলোচনা সভার পুর্বে জাতীয় ৪ নেতার স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।