স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে সুনামগঞ্জে জেলা যুবলীগ ৪৫শস প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করেছে। শনিবার সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে যুবলীগ নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আসেন। সেখান থেকে দুপুরে বর্ণাঢ্য র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করেন নেতৃবৃন্দ।
পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে খায়রুল হুদা চপলেন সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, মঞ্জুর খন্দকার, সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল।
সভাপতির বক্তব্যে খায়রুল হুদা চপল বলেন, আমাকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে জেল জুলুম করে হয়রানি করেছে ষড়যন্ত্রকারীরা। তারপরও তারা বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার আদর্শ থেকে আমাকে বিচ্যুত করতে পারেনি। দুঃসময়ে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দেওয়ায় তিনি সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।