তাহিরপুর প্রতিনিধি::
‘কৃষক জেলে এক হও বাচাঁর জন্য প্রস্তুত হও’ স্লোগানে হাওরের ভাসান পানিতে মাছ ধরার দাবিতে ও ইজারাদারদের নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরে সাধারণ মৎস্যজীবী ও কৃষকেরা স্থানীয় শহীদ মিনারে এই মানববন্ধন করেন।
মানববন্ধন কর্মসূচি শেষে পথসভায় বক্তব্য রাখেন, মৎস্যজীবী হোসেন মিয়া, জুয়েল মিয়া, আলী রজাক, মিল্লাদ হোসেন, আলী হোসেন, মোকলেছ মিয়া, সোহেব মিয়া, সাহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, হাওরের ফসল হারিয়ে কৃষক এখন নিঃস্ব। সামনে হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহই হাওরের মৎস্যজীবী ও কৃষকদের পথ। কিন্তু ইজারাদাররা জলাশয় ইজারা পেয়ে পুরো হাওরের নিয়ন্ত্রণ নিয়ে মৎস্যজীবীদের নির্যাতন করে। বক্তারা অবিলম্বে ইজারাদারদের সীমানা চিহ্নিত করে ভাসান পানিতে মাছ ধরার অধিকারের দাবি জানান।