হাবিবুর রহমান-হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩৯শ পরিবারের মধ্যে- ধান বীজ, সব্জি বীজ, নগদ টাকা, ত্রাণ হিসাবে বিতরণ করেছে ব্রাক। ২১ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় ব্র্যাক শাল্লা শাখা কার্যালয় শাখা ব্যাবস্থাপক তাপস চক্রবর্তীর সার্বিক ব্যাবস্থাপনায় কার্যক্রম পরিদর্শন করেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সুনামগঞ্জ জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান চৌধুরী, ব্র্যাক দিরাই- শাল্লার পিআইও রেদোয়ান উজ্জামান চৌধুরী ও সুভাষ বাড়ৈ।
এ সময় উপস্থিত ছিলেন-ব্র্যাক শাল্লা শাখার ইউডিএমটি মোঃ মাসুদুর রহমান,ব্র্যাক শাল্লা শাখার স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, শাল্লা শাখার হিসাব কর্মকর্তা বাধন দেবনাথ ও রিতা রাণী সরকার।