স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরে গত ২৯ মার্চ ‘হাসপাতালে অকন মমবাত্তি ও হারিকেন লাগে না’ শিরোনামে প্রকাশিত বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের রিপোর্টটি ‘পায়াকট বাংলাদেশ’ এর ৬টি শ্রেষ্ঠ প্রতিবেদনের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোট প্রজেক্ট (এলজিএসপি-২) প্রকল্পের বাস্তবায়নকৃত প্রকল্পের উপর প্রতিবেদনটি ‘পায়াকট বাংলাদেশ’ এর শ্রেষ্ঠ প্রতিবেদনের যোগত্যা অর্জন করে। গত ২৬ জুলাই পাঠানো পায়কট বাংলাদেশ এর পরিচালক আবু ইউসুফ চৌধুরী স্বাক্ষরিত পত্রে পুরস্কার প্রদানের বিষয়টি বিন্দু তালুকদারকে জানানো হয়েছে। ২৭ জুলাই বুধবার ওই পত্রটি হাতে পেয়েছেন সাংবাদিক বিন্দু তালুকদার।
পত্রে উল্লেখ করা হয়েছে, তাঁর প্রতিবেদনটি জুরি বোর্ডের সুপারিশ ও এলজিএসপি-২ এর অনুমোদনক্রমে ৪র্থ পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। এলজিএসপি-২ এর পক্ষে পায়াকট সহসাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বিন্দু তালুকদারের হাতে পুরস্কারের নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।