স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে মদ, কয়লা, চুনাপাথরসহ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে। লাউরগড় বিওপির নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল ২৫ নভেম্বর রাতে পুরাতন লাউরগড় নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় এসি ব্লাক মদ এবং ৪৪ বোতল ব্লু রিবান্ড মদ আটক করে। যার মূল্য ১,৩৮,০০০ টাকা। চাঁনপুর বিওপির নায়েব সুবেদার মোঃ মানিক মিয়া এর নেতৃত্বে একটি টহল দল শনিবার রাতে বারেকটিলা নামক স্থান হতে ২৯ বোতল ভারতীয় ম্যাগ ডুয়েল মদ আটক করে, যার মূল্য ৪৩,৫০০ টাকা। চারাগাঁও বিওপির হাবিলদার মোঃ মোনায়েম খাঁন এর নেতৃত্বে একটি টহল দল ২৬ নভেম্বর রবিবার দুপুরে চারাগাঁও নামক স্থান হতে কয়লাসহ ০১টি কাঠের নৌকা আটক করে। বালিয়াঘাটা বিওপির হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল শনিবার লাকমাছড়া নামক স্থান হতে ১৫০ ঘনফুট ভারতীয় চুনাপাথর আটক করে। তবে এসব মালামাল উদ্ধার হলেও বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে.ক. নাসির উদ্দিন আহমেদ পিএসসি।