স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির স্থানীয় দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশের কারণে প্রশাসন সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুখাইর রাজাপুর ইউনিয়নের গোলকপুর বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
জানা গেছে জেলা বিএনপি নেতা ও সাবেক সাংসদ নজির হোসেন এবং ডা. রফিক চৌধুরীর সমর্থকরা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে গোলকপুর বাজারে সভা আহ্বান করে। দুই পক্ষ একই সময়ে কর্মসূচি ঘোষণা করায় উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার ১৪৪ ধারা জারি করেন।
এদিকে নির্ধারিত কর্মসূচি পালন না করতে পেরে ডা. রফিক চৌধুরীর সমর্থকরা ধর্মপাশায় সংবাদ সম্মেলন করেছে।