স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, নইলে উন্নয়ন হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই এলাকা আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। ইতিপুর্বে রামনগর থেকে সাচনা বাজার সড়ক, রক্তি নদীতে ব্রীজ নির্মাণসহ এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সাচনা বাজার ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রামনগর বাজারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য তিনি এসব কথা বলেন। রামনগর গ্রামের মুরুব্বী ও ইউনিয়ন আওয়া মীলীগের নেতা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক মোঃ সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি’র জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলী নেতা কাজি আশরাফ, আওয়ামীলীগনেতা আসাদ আল আজাদ, আওয়ামীলীগনেতা অ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দী, জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন, আবু তাহের তালুকদার, জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা শ্রমিকলীগের অন্যতম সদস্য সায়েম পাঠান, জামালগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আবুল কাশেম আখঞ্জি, যুবলীগনেতা সুজন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরন ও সম্মাননা স্মারক তুলে দেন সাচনা ইউপি’র সাবেক মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়ছর আহমদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের অন্যতম সদস্য সাজিদুর রহমান সাজু, সমাজসেবক শামিম আহমদ। প্রধান অতিথি অনুষ্ঠানে বক্তব্য চলাকালে রামনগর জামে মসজিদে নির্মাণকাজে ১ লক্ষ, মহিলা মাদ্রাসায় ১ লক্ষ ও একজন মুমূর্ষ রোগীকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। পরে তিনি একই ইউনিয়নের সুজাতপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। আওয়ামীলীনেতা আবুল হোসেনের সভাপতি অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আলী হোসেন, জুয়েল প্রমুখ। রাত সাড়ে ৭ টায় শুকদেবপুর গ্রামের মিলিন বাজারে আওয়ামীলীগনেতা মুঞ্জুর আলীর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় বক্তব্য রাখেন নাসিরুল হক আফিন্দী, সায়েম পাঠান, আজিম উদ্দিন, আব্দুল করিম, ফরিদ, লুৎফুর রহমান,নুর মোহাম্মদ প্রমুখ।