স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ বুধবার সন্ধ্যায় পৌর চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করে সরকারের রাজস্ব থেকে তাদের বেতনভাতা প্রদানের দাবি জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় তারা হাতে মোমবাতি জ্বালিয়ে সারিবদ্ধভাবে দাড়িয়ে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে এই দাবি জানান। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাতটা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। উল্লেখ্য সারা দেশের পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতনের দাবিতে আন্দোলন করে আসছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারি ইঞ্জিনিয়ার কালিকৃষ্ণ পাল, উপসহকারি প্রকৌশলী হেলাল আবেদিন, প্রধান সহকারি মাহতাব উদ্দিন শাহীন, সীমা চক্রবর্তী, আলী হোসেন, সন্তোষ কুমার দাস, রোমা রাণী, মলিনা বেগ প্রমুখ।
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই আমাদের দাবি জানিয়ে আসছি। আজও মোমবাতি জ্বালিয়ে সরকারি কোষাগার থেকে বেতনভাতা প্রদানের দাবিতে কর্মসূচি পালন করেছি।