স্টাফ রিপোর্টার::
৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে একাত্তরের বীর সেনানীদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোমবাতির আলোক প্রজ্জ্বলন শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানান। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষক না মেনেযারা কু বিতর্কে জড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করতে চায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাওয়ার যাওয়া অঙ্গিকার ব্যক্ত করেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোকপ্রজ্জ্বল পরবর্তী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল উদ্দিন, তাজুল ইসলাম, মখলিছ রহমান, শিপলু আহমেদ চৌধুরী প্রমুখ।