স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আদিবাসীদের সংগঠণ উইকক্লিব সিম যুব সংঘ’র উদ্যোগে ‘আদিবাসীদের ভূমি অধিকার ও সামাজিক নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে ‘উইকক্লিব সিম যুব সংঘ’র সভাপতি এন্ড্রু সলোমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পুর্ণেন্দু দেব প্রমুখ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য রাকেশ হাজং, ধরমপাশা টিডবিউএ চেয়ারম্যান আশাতুষ হাজং, আদিবাসী সংগঠক এলিমেন হাজং, ঢাকা থেকে আগত আদিবাসী যুব প্রতিনিধি টনি চিরান, সুশান্ত মাহাতো প্রমুখ। সভায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আদিবাসী নারী পুরুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভার শুরুতেই আদিবাসীদের অধিকার ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ স্বীকৃত ঘোষণা ইউনিভার্সেল পিরিওডিক রিভিউ (ইউ.পি.আর) এর সুপারিশ সমূহ নিয়ে আলোকপাত করেন আয়োজক কমিটি।
বক্তারা বলেন, ১৯৫০ সালের প্রজাস্বত্ত আইন ৯৭ ধারায় আদিবাসীদের ভূমি সমস্যা সমাধান কল্পে এই ধারাটিও অত্যন্ত গুরুপূর্ণ। তিনি বলেন, সরকারের আন্তরিকতা থাকলে এই আইনেই আদিবাসীদের ভূমি সুরক্ষা করা যাবে। তবে প্রশাসনিক বা আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই আইনের বাস্তবায়ন কম বলে বক্তারা জানান।