হাবিবুর রহমান-হাবিব, শাল্লা থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এলজিইডি, হিলিপ এর আয়োজনে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবারে, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে শাল্লা ইউনিয়নের চব্বিশা গ্রামের সি আই জি গ্রুপের ২৫ জন সদস্য কে উন্নত জাতের হাঁস পালন ও হবিব পুর ইউনিয়নের মৌরাপুর সি আই জি গ্রুপের ২৫ জন সদস্য কে উন্নত জাতের ভেড়া পালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুমেন চাকমা, উপজেলা প্রকৌশলী এস এম তানভীর, হিলিপ-এল জিইডির, এস ও ক্রপ ও উপজেলা প্রকল্প সমন্বয়কারী নয়ন কুমার সরকার, সিডি এফ মতিলাল চৌধুরী মতি,বিকাশ চন্দ্র দাস- প্রমুখ।
কর্মশালায় হাঁস ও ভেড়া পালনের উপর গুরুত্ব আরোপ করে জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে বিস্তর আলোচনা করা হয়।